কর্মশালায় গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ২১ জন শিশু অংশ নেন।
Published : 28 Oct 2022, 11:07 PM
গাইবান্ধায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার জেলা এলজিইডি কামরুল ইসলাম সিদ্দিক মিলানায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অংশীদারত্বে দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
তৌহিদুল ইসলাম কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের উদ্দেশে বলেন, তোমাদের ভবিষ্যত তোমাদেরকে গড়ে তুলতে হবে। এখন থেকে ভালো কাজের সাথে জড়িত থাকতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে।
সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে সাংবাদিকতা পেশায় থেকে দেশ ও জনগণের জন্য অনেক কিছু করা সম্ভব বলে তিনি মনে করেন।
শিশুদের উদ্দেশ্যে বিশেষ অতিথি উদীচী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুম বলেন, আজকের শিশুরা পথ হারিয়ে ফেলেছে। মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এখান থেকে শিশুদের ফিরিয়ে আনতে হবে।
দুদিনের এই কর্মশালায় গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ২১ জন শিশু অংশ নেন।
অংশগ্রহণকারীদেরকে মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে আয়োজকরা জানান।
শনিবার প্রশিক্ষণ শেষে বিকালে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলেও তারা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের উদীচী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি জহুরল কাইয়ুম, জেলা এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) নুর আলম সিদ্দিক, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সৈয়দা মৌ জান্নাত মহুয়া, গাইবান্ধা বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদি হাসান বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য দেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা জেলা সমন্বয়কারী সাংবাদিক তাজুল ইসলাম রেজা।
২০১৩ সালের ৩১ মার্চ শিশুদের নিয়ে শিশুদের জন্য বিশেষায়িত ওয়েবসাইট এই হ্যালোর (https://hello.bdnews24.com/) যাত্রা শুরু হয়। হ্যালোর জন্য সংবাদ সংগ্রহ থেকে পরিবেশন পর্যন্ত সব কাজেই যুক্ত রয়েছে শিশু ও কিশোর সাংবাদিকরা। সংবাদভিত্তিক এই ওয়েবসাইটটি পরিচালনা করছে দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।