ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সাতানি বাজারে এ ঘটনা ঘটে।
Published : 20 Jun 2023, 09:03 PM
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পানিতে ডুবে নাতির মৃত্যুর ‘শোক সইতে না পেরে’ খালে ঝাঁপ দিয়ে দাদী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভসের অভিযান চলছে।
উপজেলার সাতানি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কাঁঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম।
নিখোঁজ পুষ্প রানী সাতানী বাজার সংলগ্ন পশ্চিম ছিটকী গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য পরিতোষ মিস্ত্রীর স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে মঙ্গলবার পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বাড়ির সামনের খালে গোসল করতে নেমে নিখোঁজ হয় পুষ্প রানীর নাতি চতুর্থ শ্রেণির শিক্ষার্থী দেবরাজ। রোববার তার মরদেহ উদ্ধার করা হয়।
শোক সইতে না পেরে পাগলপ্রায় পুষ্প রানী সোমবার রাত ১০টার দিকে একই খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।
মঙ্গলবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও বরিশাল থেকে আসা ডুবুরি দল পুষ্প রানীকে উদ্ধারে অভিযান শুরু করে বলে জানান কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম।
ঝালকাঠিতে পানিতে ডুবে শিশু মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। গত তিন মাসে জেলায় ১৫ জনেরও বেশি শিশু পানিতে ডুবে মারা যায়।