উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, “হৃদয়কে মৃত অবস্থায় পাওয়া যায়। রোজিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে পাঠানো হলে তিনিও মারা যান বলে শুনেছি।”
Published : 10 Aug 2023, 12:03 AM
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে শিশুপুত্রকে বিষ পান করিয়ে মারার পর মা নিজেও বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যার দিকে উপজেলার গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে জানান ভাণ্ডারিয়া থানার ওসি মো. আশিকুজ্জামান।
২৮ বছর বয়সি নিহত রোজিনা বেগম ওই গ্রামের রুবেল হাওলাদার নামে অটোরিকশাচালকের স্ত্রী। ৮ বছর বয়সি তাদের একমাত্র ছেলেটির নাম ফয়সাল ইসলাম হৃদয়।
প্রতিবেশীরা জানান, বুধবার দুপুরে রুবেলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় তার স্ত্রী রোজিনার। সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি এলে রোজিনা ছেলে হৃদয়কে বিষ মিশ্রিত দুধ পান করান এবং নিজেও পান করেন। মা-ছেলে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
রোজিনাকে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারও মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, “হৃদয়কে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মা রোজিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে পাঠানো হলে তিনিও মারা যান বলে শুনেছি।”
ওসি আশিকুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।