সিরাজগঞ্জে কোটি টাকার হেরোইনসহ আটক ২

র‌্যাব জানায়, আটকরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2023, 06:39 PM
Updated : 9 May 2023, 06:39 PM

সিরাজগঞ্জের তাড়াশে প্রায় কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকালে উপজেলার মান্নাননগর মোড়ে বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ জানান।

আটকরা হলেন রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে কুদরত-ই-খোদা (২৭) এবং গোদাগাড়ী উপজেলার দীঘিরাম গুন্ঠিহর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী হাওয়া নুর বেগম (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন খবর পেয়ে বিকালে যাত্রাবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন কুদরত-ই-খোদা ও হাওয়াকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯৫৫ গ্রাম হেরোইন পাওয়া যায়; যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ও এক হাজার ২৯০ টাকা জব্দ করা হয়েছে।

আটকরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উদ্ধার করা মাদকসহ দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।