জব্দ করা সুপারিগুলো পিরোজপুরের এক ইউপি চেয়ারম্যানের বলে জানিয়েছে পুলিশ।
Published : 25 Jan 2024, 08:59 PM
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা থেকে দেড় কোটি টাকার সুপারিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে; জব্দ করা এসব পণ্য ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে দাবি পুলিশের।
বুধবার রাতে সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার জানান।
এ সময় ট্রলারে থাকা মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদার পালিয়ে যান বলে জানায় পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার সেকেন্দার মাঝির ছেলে মো. হারুন মাঝি (৬০), একই এলাকার আব্দুল খালেক হাওলাদারে ছেলে অলি হাওলাদার (২৮) এবং মো. ফয়েজ হকের ছেলে নূর নবী মাঝি (৩২)।
এ ঘটনায় বৃহস্পতিবার নেছারাবাদ থানায় ইউপি চেয়ারম্যানসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০ থেকে ১২ জনের নামে মামলা করেছে পুলিশ।
ওসি গোলাম সরোয়ার জানান, গোপন খবর পেয়ে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলার আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি করে প্রায় দেড় কোটি টাকার সুপারি জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হলেও ট্রলার মালিক ইউপি চেয়ারম্যানের শাহজাহানসহ ১০ থেকে ১২ জন পালিয়ে যান।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওসি বলেন, “ট্রলারসহ সুপারিগুলোর মালিক ইউপি চেয়ারম্যান শাহজাহান। দুটি ট্রলারে করে সুপারিগুলো ভারতে পাচারের জন্য বহন করা হচ্ছিল। এ কাজে তাকে সহযোগিতা করেন অন্যরা।”
আটকদের মধ্যে একজন মাদক মামলার আসামি; এ ছাড়া তাদের বিরুদ্ধে আগেও পাচারের মামলা হয়েছিল বলে জানান ওসি।