মায়ের সঙ্গে মেলা দেখতে যাওয়ার পথে প্রাণ গেল স্কুলছাত্রের

বিজয় নওগাঁ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2023, 01:43 PM
Updated : 3 Feb 2023, 02:11 PM

নওগাঁর মহাদেবপুর উপজেলায় মায়ের সঙ্গে মেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইকের যাত্রী  এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার মা ও বোন।  

শুক্রবার দুপুরে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরী এলাকায় এ ঘটনা ঘটে বলে মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান।

নিহত বিজয় সরকার (১৫) নওগাঁ পৌরসভার পুরাতন রেজিস্ট্রি অফিসপাড়ার সুশীল সরকার বাদলের ছেলে। বিজয় নওগাঁ সরকারি জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আহত বর্ষা রাণী ও তার মেয়ে শ্রদ্ধা সরকার নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিজয় তার মা ও ছোট বোনের সঙ্গে ইজিবাইকে করে মহাদেবপুরের ভীমপুর এলাকায় হিন্দুবাঘা মেলা দেখতে যাচ্ছিল। পথে পেছন থেকে একটি মোটরসাইকেল তাদের ইজিবাইককে ধাক্কা দেয়।

এতে ইজিবাইক উল্টে বিজয়, তার মা ও ছোট বোন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। জরুরি বিভাগের চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন।

ওসি মোজাফফর হোসেন বলেন, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।