টেকনাফ থেকে কক্সবাজারমুখী সড়কে অভিযান চালিয়ে ইজিবাইকসহ রমজানকে আটক করে র্যাব।
Published : 24 Jul 2023, 05:12 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৬০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে; যাকে ‘মাদক কারবারি’ বলছে র্যাব।
সোমবার ভোররাতে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম ফুলের ডেইল এলাকায় থেকে তাকে আটক করা হয় বলে কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান।
আটক মো. রমজান আলী (২৩) ওই ওয়ার্ডের ওয়াবরাং গ্রামের আব্দুল গফুরের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু জানান, মাদক পাচারের গোপন খবর পেয়ে টেকনাফ থেকে কক্সবাজারমুখী সড়কে অবস্থান নেয় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ইজিবাইকসহ পালানোর চেষ্টা করেন চালক রমজান। পরে ইজিবাইকসহ তাকে আটক করা হয়।
রমজানের দেহ ও ইজিবাইক তল্লাশি করে সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে তিনি জানান।
উদ্ধার করা মাদকসহ রমজানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।