নীলফামারীতে বিদ্যুতায়িত টিনের বেড়া স্পর্শে গেল ২ শিশুর প্রাণ

এক প্রত্যক্ষদর্শী জানান, বিদ্যুতের তার ছিঁড়ে টিনের ঘরের চালে পড়লে ঘরটির টিনের বেড়াসহ বিদ্যুতায়িত হয়ে পড়ে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2023, 01:25 PM
Updated : 4 June 2023, 01:25 PM

নীলফামারীতে বিদ্যুতায়িত টিনের বেড়া স্পর্শ করে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

রোববার দুপুরে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ারমোড় দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার পরিদর্শক খান মোহাম্মদ শাহরিয়ার জানান।

নিহত ৯ বছর বয়সি শিশু লিমা আক্তার ওই গ্রামের এন্তাজুল ইসলামের মেয়ে এবং ৭ বছর বয়সি আরিফ হোসেন একই গ্রামের এনামুল হকের ছেলে।  

প্রত্যক্ষদর্শী ওই গ্রামের আজিজুল ইসলাম জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল ওই দুই শিশু।বাড়ির একটি ঘরের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চালে পড়েছিল। এতে ওই ঘরের টিনের বেড়াসহ বিদ্যুতায়িত হয়। শিশু লিমা বেড়াটি স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সেখানে থাকা শিশু আরিফ বেড়ায় আটকে যাওয়া লিমাকে ধরতে গেলে সেও স্পৃষ্ট হয়।

এলাকাবাসী উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার পরিদর্শক খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, কোনো অভিযোগ না থাকা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।