হায়দার মোটর চালু করে পাশের টিউবওয়েলে গোসল করার এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে তিনি বিদ্যুতায়িত হন।
Published : 26 Aug 2023, 07:57 PM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গোসলের সময় মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার হাসাদহ ইউনিয়নের হাসাদহ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান।
নিহত হায়দার আলী (৪৫) ওই গ্রামের বাসিন্দা।
স্বজনদের বরাত দিয়ে ওসি জাবীদ হাসান বলেন, কৃষক হায়দার আলী দুপুরে দিকে গোসল করার জন্য মোটর চালু করেন। ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
তিনি আরও বলেন, এরপর তিনি মোটরের পাশে থাকা টিউবওয়েলে গোসল করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে তিনি বিদ্যুতায়িত হয়ে আহত হন।
ওসি আরও বলেন, এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।