ডাকাতরা চারটি দোকান থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।
Published : 05 Apr 2025, 08:44 PM
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি বাজারের সাতজন নৈশ্যপ্রহরীকে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চারটি দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।
শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার মোহনপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানান আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা।
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ওই বাজারের কীটনাশক ব্যবসায়ী মেহেদি হাসান মামলা করেছেন।
ওসি মাসুদ রানা বলেন, মধ্যরাতে ২০ থেকে ২৫ জন মুখোশধারী ট্রাকে করে বাজারে প্রবেশ করেন। প্রথমে তারা সাতজন নৈশ্যপ্রহরীকে মারপিট করে হাত-পা ও মুখ বেঁধে ফেলেন।
পরে ডাকাতরা বাজারের মেহেদী হাসানের কীটনাশকের দোকানের তালা কেটে ৩০ লাখ টাকার মালামাল, সাইফুলের মুদি দোকান থেকে টাকাসহ সাত লাখ টাকার মালামাল, সানাউলের কীটনাশক দোকান থেকে আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল এবং ফজলুর রহমানের ইলেকট্রনিক দোকান থেকে প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে ট্রাকে নিয়ে পালিয়ে যায় বলে মামলায় বলা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ওসি মাসুদ রানা।