এই সরকার জনগণের ভোটের সরকার নয়, অবৈধ: চরমোনাই পীর

“এই সরকার কিন্তু জনগণের ভোটের সরকার নয়; এই সরকার অবৈধ সরকার।”

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2024, 06:07 AM
Updated : 28 March 2024, 06:07 AM

এই সরকার জনগণকে ধোকা দিয়ে ‘দিনের ভোট রাতে করে’ ক্ষমতায় এসেছিল বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

চরমোনাই পীর বলেছেন, “২০১৮ সালে শেখ হাসিনা বলেছিলেন, আপনারা নির্বাচনে আসেন, আমি আপনাদের একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেব। কিন্তু তখন আমরা বুঝি নাই। আমাদের ধোকা দিয়ে, বোকা বানিয়ে নির্বাচনে নিয়ে নিজেদের ক্ষমতায় যাওয়া নিশ্চিত করতে দিনের ভোট রাতে বাক্সে ঢুকিয়ে ক্ষমতায় এসেছিলেন।

“এই সরকার কিন্তু জনগণের ভোটের সরকার নয়; এই সরকার অবৈধ সরকার।”

মঙ্গলবার বিকালে সাভার থানা রোডের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম সরকারের উদ্দেশে বলেন, “আপনারা ক্ষমতায় যাওয়ার পরে বলেছিলেন, দলীয়ভাবে স্বচ্ছ নির্বাচন দেবেন। এই কথাগুলো আমরা বিশ্বাস করতাম যদি বিগত দিনে ভোট চুরির মত কোনো ইতিহাস না থাকত।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা উত্তরের সভাপতি মোহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টি এম মাহফুজুর হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]