শহরের জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির পর পুলিশ লাঠিচার্জ করে।
Published : 07 Jan 2023, 05:56 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে ফেনীতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।
এ সময় অন্তত ১০ নেতা-কর্মী আহত ও কয়েকজন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
তিনি জানান, শনিবার দুপুরে ফেনী প্রেস ক্লাব এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মিছিল বের হয়। মিছিলটি বের হতেই পুলিশের বাধার মুখে পড়ে।
পরবর্তীতে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট এলাকায় গেলে পুলিশ তাদের ঘিরে ফেলে। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধ্বস্তি হলে পুলিশ লাঠিচার্জ করে।
এসময় পুলিশের লাঠিচার্জে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল, ছাত্রদল নেতা তাজুল ইসলাম পাভেল, সাইফ উদ্দিন পলাশ, কাজি হাসিবুজ্জামান হাসিব, মারুফ মজুমদার, সাইদুর রহমান মান্ডালি, বিকাশসহ অন্তত ১০ জন আহত হন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও জানান, বিক্ষোভ মিছিল থেকে পুলিশ ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন ও মোটবী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়সারসহ বেশ কয়েকজনকে আটক করেছে।
জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন বলেন, “তারেক রহমানের স্থাবর কোনো সম্পত্তি নেই। তাহলে আদালত কি করে সম্পত্তি ক্রোকের এই রায় প্রদান করে? আমরা এই রায়ের তীব্র প্রতিবাদ জানাই। একইসঙ্গে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ আর নেতাকর্মীদের আটকের নিন্দা জানাই।”
ফেনী মডেল থানার পরিদশর্ক (তদন্ত) মো. মাহফুজুর রহমান বলেন, মিছিলের অনুমতি না থাকার পরও তারা মিছিল বের করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।