আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঙালিসহ তিন নৃ-গোষ্ঠীর সমন্বয়ে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম জনপদে শিক্ষা প্রসারের বাতিঘর 'পিঠাছড়া পাঠাগার'। সেখানে বাংলার পাশাপাশি ত্রিপুরা, মারমা ও চাকমা ভাষায় গান, নৃত্য, নাটক পরিবেশন করা হয়। এ আয়োজনের মাধ্যমে পাহাড়ে বসবাসরত বাঙালি ও নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন আরও জোরদার হবে। বাঁশ ও ইটের তৈরি নান্দনিক খোলা মঞ্চের সামনে কয়েকশ ভাষাভাষী মানুষের উপস্থিতিতে পরিবেশন করা হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। শুক্রবার উপজেলার পূর্ব খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আয়োজনে শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন।
Published : 24 Feb 2024, 06:07 PM