শরীয়তপুরের ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দলের উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে বলে জানান ওসি।
Published : 06 Nov 2023, 04:39 PM
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় তিন শিশুসন্তান নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেওয়া ঘটনায় একদিন পর নিখোঁজ ছেলের লাশ উদ্ধার পুলিশ। এখনও সন্ধান মেলেনি মায়ের।
সোমবার সকালে উপজেলার ভোজেশ্বর বন্দর এলাকায় কীর্তিনাশা নদী থেকে লাশ উদ্ধার করা হয় বলে নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান জানান।
নিহত শাহ আবির (৭) উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বয়াতি কান্দি গ্রামের বাহার মাদবরের ছেলে। এখনও নিখোঁজ রয়েছেন বাহারের স্ত্রী সালমা বেগম (৩০)।
এর আগে রোববার তিন শিশুসন্তান নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেন সালমা। ওই সময় তার তিন বছরের মেয়ে অনিকা ও এক বছরের ছেলে সোলায়মানকে জীবিত উদ্ধার করা হয়েছিল।
স্থানীয় হাবিবুর রহমান মগদম বলেন, “সকালে ভোজেশ্বর বন্দর এলাকায় কীর্তিনাশা নদীতে জেলের জালে আটকা পড়ে শিশু শাহ আবিরের লাশ। পরে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।
ওসি হাফিজুর রহমান বলেন, শিশু শাহ আবিরের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তার মা সালমা বেগমকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দলের উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জেরে টিকা দেওয়ার কথা বলে তিন শিশু সন্তানকে নিয়ে ইজিবাইকে করে বাড়ি থেকে বের হন সালমা।
এরপর পথে ইজিবাইক থেকে নেমে সালমা তিন সন্তানকে নিয়ে হঠাৎ কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেন। স্থানীয়রা শিশু অনিকা ও সোলায়মানকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: