বাবু ও তার সহযোগী রেজাউল সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলারও আসামি।
Published : 19 Jul 2023, 02:50 PM
জামালপুরে দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলায়ও জামিন মেলেনি সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর।
বুধবার বেলা সাড়ে ১১টায় জামালপুর আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তানভীর আহম্মেদ আসামির জামিন আবেদন নাকচ করে দেন বলে আইনজীবী মো. ইউসুফ আলী জানান। আদেশে বাবুর সহযোগী রেজাউল করিমের জামিনও নাচক করে আদালত।
দুজনই সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলারও আসামি।
ইউসুফ আলী এ হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী।
এদিন বাবুর স্ত্রীর মামলায় আসামিদের জামিন শুনানিতে এ আইনজীবী বিরোধিতা করেন।
তিনি বলেন, বাবু চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রীর দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার এ দুই আসামিকে।
এর আগে গত ১১ মে শারীরিক নির্যাতন, চুরি ও হুমকি দেওয়ার অভিযোগে মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম ও বাবুর ভাই এসএম কবিরকে আসামি করে বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করেন বাবুর দ্বিতীয় স্ত্রী।
অপরদিকে, গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউপির বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।
এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।