গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

৩ বছর বয়সি আরেক শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 12:14 PM
Updated : 16 Nov 2023, 12:14 PM

গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ও দুপুরে জেলার ফুলছড়ি এবং সাদুল্লাপুর উপজেলায় দুই শিশু মারা যায় বলে সংশ্লিষ্ট ইউপি দুটির সদস্য ও চেয়ারম্যান জানান।

নিহত মিরাজ মিয়া (৪) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামের রিপন আহম্মেদ ঝন্টুর ছেলে এবং তানহা আকতার (৩) সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের আজাদুর রহমান আকন্দের মেয়ে।

এ ছাড়া নিহত মিরাজের ছোট বোন রুকাইয়া আক্তার (৩) গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিঠু মিয়া জানান, দুপুরের দিকে মিরাজ মিয়া ও তার ছোট বোন বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে তারা নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখা যায়। স্বজনরা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। শিশু রুকাইয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন।

অপরদিকে, বনগ্রাম ইউপির চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শিশু তানহা আকতার বাড়ি আঙ্গিনায় খেলতে খেলতে নিখোঁজ হয়। পরে স্বজনরা খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ি সামনে পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়।