ঝালকাঠিতে নদীর পানি বৃদ্ধি অব্যাহত, বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ

বুধবার রাতে ভাটায় পানি কমে গেলেও বৃহস্পতিবার সকাল থেকে আবারও বাড়তে শুরু করে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2022, 10:10 AM
Updated : 11 August 2022, 10:10 AM

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দ্বিতীয় দিনেও ঝালকাঠির বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে; সেই সঙ্গে বৃষ্টি দুর্ভোগ আরও বাড়িয়েছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, জেলার সুগন্ধা, বিষখালী, হলতা ও বাসণ্ডা নদীর পানি বৃহস্পতিবার সকাল থেকে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার রাতে ভাটায় পানি কমে গেলেও বৃহস্পতিবার সকাল থেকে আবারও বেড়ে চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

রাকিব বলেন, “সুগন্ধা, বিষখালী, হলতা ও বাসণ্ডা নদীর অস্বাভাবিক জোয়ারে নদী পাড়ের ১৫টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। জেলা শহরের সুগন্ধা পাড়ের নতুন চর ও কাঠপট্টি কলাবাগান চর এলাকার বাড়িঘরেও পানি উঠে পড়েছে।

এদিকে জোয়ারের পানির সঙ্গে থেমে থেমে চলা বৃষ্টি দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে এ জেলার বাসিন্দাদের।

পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের ৩৫ বছর বয়সী রুবেল হোসেন সুগন্ধা নদীতে খেয়া পারাপার করে জীবিকা চালান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত্রিতে পানি কমছেলে। কিন্তু সকালে আবারও বাড়ছে, লগে বৃষ্টি। খেওয়া পারাপারের মানুষ নাই। তাই আয়-ইনকাম ও বন্ধ।”

শহরের নতুন চর এলাকার মরিয়ম বেগম বলেন, “মোরা নদীর পাড়ে থাহি। জোয়ারে বাসি, বৃষ্টিতে ভিজি। রাইতে ঘুম অয় না।”