শিশুটি রাস্তা পার হতে গিয়ে চলন্ত গাড়ির ধাক্কায় মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
Published : 24 Sep 2022, 10:58 PM
মাগুরা সদর উপজেলা নসিমনের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার বাহারবাগ গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
চার বছর বয়সী হানজালা ওই গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
ওসি মোস্তাফিজুর রহমান, একটি নসিমন ইট নিয়ে মাগুরায় যাচ্ছিল। এ সময় শিশুটি রাস্তা পার হতে গিয়ে চলন্ত গাড়িটির ধাক্কায় গুরুতর আহত হয়। পথচারীরা শিশুকে উদ্ধার করে মাগুরা সদর হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশরাফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
নসিমনসহ পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।