বরিশালে ২৫ লাখ চিংড়ি রেণু উদ্ধার, দুই ‘পাচারকারী’ গ্রেপ্তার

বরিশাল মুখ্য মহানগর হাকিমের নির্দেশে রেণুগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানায় নৌ পুলিশ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2023, 10:06 AM
Updated : 21 May 2023, 10:06 AM

বরিশাল মহানগরীতে ২৫ লাখ গলদা চিংড়ি রেণু উদ্ধার করা হয়েছে; এ সময় দুই ‘পাচারকারীকে’ গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। 

রোববার ভোর রাতে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুতে অভিযান চালানো হয় বলে জানান বরিশাল সদর নৌ-থানার ওসি আব্দুল জলিল।

গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা মো. ইব্রাহীম মিয়া (৩০) এবং মো. রাব্বি মিয়া (২১)।

ওসি আব্দুল জলিল বলেন, “পটুয়াখালীর কলাপাড়া থেকে একটি ট্রাকে করে চিংড়ি রেণু নিয়ে খুলনার উদ্দেশে রওনা হওয়ার খবর পাই। এরপর নৌ পুলিশের একটি দল দপদপিয়া সেতুর টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়।

“ভোরের দিকে টোলপ্লাজায় আসা সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করা হয়। ট্রাকে থাকা ৫৫টি ড্রাম ভরতি ২৫ লাখ গলদা চিংড়ির রেণু উদ্ধার এবং ট্রাকটি জব্দ করা হয়। এ সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি বলেন, “নৌ-পুলিশের এসআই মো. আলাউদ্দীন আল মাসুম বাদী হয়ে মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় মামলা করেছেন”।

বরিশাল মুখ্য মহানগর হাকিমের নির্দেশে উদ্ধার করা রেণু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।