চুয়াডাঙ্গায় ১১ কেজি রুপা জব্দ

জব্দ করা রুপা ভারত থেকে আনা হয়েছে বলে জানায় বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2023, 03:55 PM
Updated : 14 May 2023, 03:55 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে ১১ কেজি ভারতীয় রুপার গহনা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

রোববার দুপুরে মুন্সিপুর বিওপির মুন্সিপুর গ্রাম থেকে এসব জব্দ করা হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান। 

এ সময় রুপা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। 

জাহিদুর রহমান জানান, ভারত থেকে বাংলাদেশে রুপা পাচারের গোপন খবর পেয়ে মুন্সিপুর মাঠে অবস্থান নেয় বিজিবি। 

“দুপুর ২টার দিকে মুন্সিপুর সীমান্তের শূন্য লাইন সংলগ্ন রাস্তা দিয়ে অজ্ঞাত পরিচয় একজনকে মোটরসাইকেলে করে ঠাকুরপুরের দিকে যেতে দেখলে তাকে ধাওয়া করে বিজিবির সদস্যরা। গ্রেপ্তার এড়াতে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।” 

“পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়। মোটরসাইকেলের পেছনের ক্যারিয়ারের সঙ্গে বাধা একটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়।” 

বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগে থেকে ১০ কেজি ৯৯৪ গ্রাম ভারতের তৈরি রুপার গহনা পাওয়া যায় বলে জাহিদুর রহমান জানান। 

এ ঘটনায় নায়েক আব্দুর রহিম বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেছেন। 

জব্দ রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জাহিদুর রহমান।