টাঙ্গাইলে ১০ কেজি গাঁজা জব্দ, চার যুবক গ্রেপ্তার

পুলিশ জানায়, চারজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2024, 10:10 AM
Updated : 10 March 2024, 10:10 AM

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার ভোরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাঐখোলা এলাকার হাইপ্রেসার সিএনজি পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাসাইল থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন জানান। 

গ্রেপ্তাররা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার ময়দান গ্রামের রহিম বাদশা (৩০), মাসুদ রানা (২৯), একই উপজেলার কামাতাংগারিয়া গ্রামের মুক্তার আলী (৩৮) এবং মধুপুর উপজেলার আউশনারা গ্রামের জাহিদুল ইসলাম (২৪)। 

ওসি মাজহারুল বলেন, গোপন খবর পেয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে টহল পরিচালনা করে পুলিশ। এক পর্যায়ে বাঐখোলা এলাকা থেকে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। 

“এ সময় তাদের কাছে থাকা দুইটি ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।” 

গ্রেপ্তাররা মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন উপজেলায় তা বিক্রি করে আসছিলেন বলে ধারণা পুলিশের এই কর্মকর্তার।