পুলিশ জানিয়েছে, জব্দ করা চিনির আনুমানিক মূল্য ১৫ লাখ ৩৪ হাজার টাকা।
Published : 29 Mar 2024, 12:02 AM
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার গভীর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয় বলে জানান কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক।
বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নেত্রকোণার বারহাট্টা উপজেলার কুটুয়াকান্দা দেউলি গ্রামের শাহিন আলম (২৭), রংপুর সদর উপজেলার পূর্বশালবন খেড়বাড়ী গ্রামের গোলাম হোসেন (৩৩) এবং একই গ্রামের রনি মিয়া (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চিনির ট্রাকটি আটক করা হয়। এতে মোট ২৯৫ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) অবৈধ চিনি পাওয়া যায়। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১৫ লাখ ৩৪ হাজার টাকা।