কুড়িগ্রামে ভারতীয় কাপড় জব্দ, গ্রেপ্তার ২

পুলিশ জানায়, জব্দ করা ৬৬১টি শাড়ি ও থ্রি-পিসের বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2024, 10:23 AM
Updated : 23 March 2024, 10:23 AM

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় কাপড়সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার সোনাতলী পুকুরপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার পূর্ব ভোট হাট গ্রামের মো. আব্দুল হাকিম (৩২) ও মো. মফিজুল ইসলাম (২৭)।

অতিরিক্ত পুলিশ সুপার রুহুল বলেন, খবর পেয়ে ভোরে ওই এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় ৬৬১টি শাড়ি ও থ্রি-পিস পাচারকালে হাকিম এবং মফিজুল হক গ্রেপ্তার করা হয়। 

“এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি অটোরিকশা জব্দ করা হয়। জব্দ করা কাপড়গুলোর বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে “

জেলায় মাদক নির্মূলের পাশাপাশি চোরাচালান রোধে এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।