গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক কেনাবেচা করে আসছিল বলে জানায় র্যাব।
Published : 01 Apr 2024, 02:18 AM
নাটোরে সিংড়ায় মাইক্রোবাসের অতিরিক্ত চাকার ভেতর থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের ‘মাদক পাচারকারী’ বলছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে সিংড়ার শেরকুলের নাটোর-বগুড়া মহাসড়কের এসআর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-৫ সিপিসি-২ এর উপ-অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. নুরুল হুদা।
এ সময় ১৩ কেজি ৯৭৩ গ্রাম গাঁজা, একটি মাইক্রোবাস, তিনটি মোবাইল, চারটি সিমকার্ড এবং চার হাজার ৫০০ টাকা জব্দ করা হয় বলে জানান তিনি।
আটকরা হলেন, মাইক্রোবাসের ড্রাইভার কুড়িগ্রামের ফুলবাড়ী অনন্তপুর এলাকার মো. রুস্তম আলীর ছেলে মো. মাইদুল ইসলাম (৩২) এবং নাগেশ্বরীর পশ্চিম রামখানা মিস্ত্রীটারী এলাকার মোজাম্মেল হকের ছেলে মো. সোলেমান আলী ওরফে ভোলাং।
র্যাব কর্মকর্তা নুরুল হুদা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জব্দকৃত গাঁজা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন। বিক্রির উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সেগুলো পরিবহন করছে বলেও স্বীকার করেছে।
“গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক কেনাবেচা করে আসছেন।”
এ ঘটনায় সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওই র্যাব কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]