রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ১৬ বছর পর ফেনীতে গ্রেপ্তার

পুলিশ বলছে, ‘বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার ষড়যন্ত্রে লিপ্ত‘ থাকার অভিযোগে মামলার আসামি এমদাদ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2023, 03:39 PM
Updated : 10 March 2023, 03:39 PM

রাষ্ট্রদ্রোহ মামলার ১৬ বছর পর এক আসামিকে ফেনীর সদর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিট ও স্থানীয় পুলিশ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে বিজয় সিংহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান।

গ্রেপ্তার এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারি গ্রামের মাওলানা সামছুল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে, ‘বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার ষড়যন্ত্রে লিপ্ত‘ থাকার অভিযোগে ২০০৭ সালের ৫ এপ্রিল বরিশাল কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে এমদাদের বিরুদ্ধে মালাটি করেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। বিএমপি থানার মামলা নং-১৩, তাং-০৫/০৪/২০০৭, ধারা-১৪৩/১২০(বি)/১২১/১২১(ক) পেনাল কোড।

শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান।