ধান-চালের দাম বৃদ্ধি রোধ করতে এই অভিযান চালানো হয় বলে জানায় জেলা খাদ্য অধিদপ্তর।
Published : 30 Jan 2024, 11:06 PM
ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ধান মজুত করায় দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা খাদ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে অবৈধ মজুতবিরোধী অভিযান পরিচালনার সময় এই জরিমানা করা হয়।
ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহমুদুল হাছান বলেন, ধান-চালের দাম বৃদ্ধি রোধ করতে মেসার্স কাসেম হাস্কিং মিল ইউনিট-২ এ অভিযান চালানো হয়। এ সময় সেখানে সরকার অনুমোদিত মজুতের চেয়ে প্রায় ১২০ মেট্রিক টন অতিরিক্ত ধান পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে সেখানে নির্বাহী হাকিম মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করা হয়।
এ সময় অতিরিক্ত ধান ১৩ দিনের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
একই সময় লাইসেন্সবিহীন ধানের পাইকারি ব্যবসায়ী আনোয়ার হোসেনের গুদামেও অভিযান চালানো হয়। সেখানে ৪০ মেট্রিক টন ধানের অবৈধ মজুত পাওয়া যায়। এই ব্যবসায়ীকেও ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এ সময় আনোয়ার হোসেনকে ব্যবসায়ী লাইসেন্সের আওতায় আনা হয় বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক।
অবৈধ মজুতবিরোধী অভিযানে জেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।