২০২৩ সালের ২০ নভেম্বর আদালত পাঁচ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয়; একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
Published : 23 Apr 2024, 11:53 PM
নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত রংপুর মহানগর যুবদলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ দুজন আত্মসমর্পণ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তাদের আইনজীবী মাহফুজ উন নবী ডন।
আসামিরা হলেন- রংপুর মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন এবং জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০১৩ সালে হরতালে নাশকতার পরিকল্পনায় হাতবোমা রাখার অভিযোগ এনে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে। ২০২৩ সালের ২০ নভেম্বর আদালত পাঁচ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয়। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও আইনজীবী মাহফুজ উন নবী ডন বলেন, সাজানো মামলায় তাদের সাজা দেওয়া হয়েছিল।