বরিশালে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

বাসটি মোটরসাইকেলকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2022, 09:07 AM
Updated : 3 Oct 2022, 09:07 AM

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল জানান। 

তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি ওসি। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশাল এক্সপ্রেস নামের বাসটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। আর অজ্ঞাত মোটরসাইকেল চালক বরিশালের দিকে যাচ্ছিলেন। 

“ইল্লা এলাকায় বাসটি মোটরসাইকেলকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। তবে বাস যাত্রীদের কেউ আহত হয়নি।” 

অজ্ঞাত পরিচয় ওই চালকের আনুমানিক বয়স ৪৫ বছর। তার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, বাসটি আটক করা হলেও চালকসহ সংশ্লিষ্টরা পালিয়েছে।এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।