কনে নিয়ে ফেরার পথে ‘বাজি ধরে নদীতে ঝাঁপ’, নিখোঁজ বরের ভাই

৫০০ টাকার বাজিতে মধ্যরাতে নৌকা থেকে মাঝ নদীতে ঝাপ দেন ওই তরুণ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 07:55 AM
Updated : 6 Feb 2023, 07:55 AM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে বাড়ি থেকে কনে নিয়ে ফেরার পথে ‘বাজি ধরে মাঝ নদীতে ঝাঁপ দিয়ে’ নিখোঁজ হয়েছেন এক তরুণ; যিনি সম্পর্কে বরের ফুফাতো ভাই।

রোববার রাত ১২টার দিকে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুরের দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান।

নিখোঁজ বাবুল মিয়া (২২) উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানাপাড়া গ্রামের আনিস আলীর ছেলে। 

বরযাত্রী কয়েকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ির চর এলাকা থেকে কনে নিয়ে মাওলানাপাড়া গ্রামে ফিরছিলেন বরযাত্রীরা। পথে দুধকুমার নদ পার হওয়ার জন্য সবাই শহিদুলের ঘাটের খেয়া নৌকায় উঠেন। নৌকাটি মাঝ নদীতে পৌঁছলে বর হাসেম আলীর ফুফাত ভাই বাবুল মিয়া সাঁতরিয়ে নদী পার হওয়ার বাজি ধরেন বন্ধুদের সঙ্গে। ৫০০ টাকার বাজিতে বাবুল নৌকা থেকে মাঝ নদীতে ঝাপ দেন। স্রোতের টানে কিছুক্ষণের মধ্যে নদীতে নিখোঁজ হন তিনি।

রাত থেকেই স্বজনরা তার খোঁজ চালায়। তবে সোমবার দুপুর ১২টা পর্যন্ত বাবুল মিয়ার সন্ধান পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলে উদ্ধার কাজ শুরু হবে।