২০২২ সালে কমলের বাড়ি থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
Published : 30 Jan 2024, 03:53 PM
ঝালকাঠিতে মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার ঝালকাঠি জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মন্নান রসুল জানান।
দণ্ডিত কমল চন্দ্র শীল (৪২) সদর উপজেলার কালিবাড়ি এলাকার বাসিন্দা।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, কমল চন্দ্র ওই এলাকার একজন মাদক ব্যবসায়ী। ২০২২ সালে ১৬ অগাস্ট রাতে কমলের বাড়িতে অভিযান চালায় বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার একটি দল। এসময় তার বাড়ি থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘটনায় পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেন।
২০২২ সালের ১১ সেপ্টেম্বর তদন্তকারী বরিশাল কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক ইসতিয়াক হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন। ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে রায় দিল।