এই মাছঘাটে ৫০টিরও বেশি আড়ৎ আছে। খুচরা বিক্রেতা আছে আরও কমপক্ষে ৫০ জন।
Published : 18 Oct 2023, 06:51 PM
ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুরেই এবার মাছটির উচ্চমূল্য ক্রেতাদের বিস্মিত করেছে।
ঢাকা থেকে গাড়ি নিয়ে ইলিশ কিনতে আসা মো. সোহাগ ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ কিনেছেন ৭৮০ টাকা কেজি দরে।
আরেক ক্রেতা আবদুল মান্নান বলেন, “এখানে এসে দেখি ঢাকার চেয়ে বেশি দাম। তারপরেও কিনেছি। খেয়ে বুঝতে পারব, চাঁদপুরের নাকি সাগরের ইলিশ।”
দক্ষিণের জেলাগুলো থেকে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ আসে। এই জেলার আড়ত থেকে ইলিশ যায় বিভিন্ন জেলায়।
এই মাছঘাটে ৫০টিরও বেশি আড়ৎ আছে। খুচরা বিক্রেতা আছে আরও কমপক্ষে ৫০ জন।
মাছঘাটের পাইকারি ও খুচরা ইলিশ বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন, জন্মাষ্টমীর সরকারি ছুটির কারণে বুধবার ক্রেতার সংখ্যা বেশি। কিন্তু মাছ এসেছে কম। তাই মণপ্রতি দাম বেড়েছে ৫ থেকে ৭ হাজার টাকা।
এক কেজি ওজনের মাছের দাম দেখা গেল ১৪০০ থেকে ১ হাজার ৪৫০ টাকা। মাছের ওজন দুই কেজি হলে প্রতি কেজির দাম হয় ১৭০০ থেকে ১৮০০ টাকা।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, “চাঁদপুরে সাগরের না, ইলিশ আসে হাতিয়া, রামগতি ও আলেকজেন্ডার থেকে। সাইজ অনুসারে দাম কম-বেশি হয়।”
চাঁদপুর সদরের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, অক্টোবর পর্যন্ত ইলিশের ভর মৌসুম থাকবে। তারপর মা ইলিশ রক্ষার জন্য নিষেধাজ্ঞা আসবে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:ফেইসবুক লিংক]