ধান ক্ষেতে ইঁদুরের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির মৃত্যু

শাশুড়ির চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে যান পুত্রবধূ টুম্পা গাইন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2024, 12:32 PM
Updated : 19 March 2024, 12:32 PM

খুলনার দাকোপ উপজেলায় ধান ক্ষেতের ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামে এ ঘটনা ঘটে বলে দাকোপ থানার ওসি মোহাম্মদ আব্দুল হক জানান।

নিহতরা হলেন- গ্রামের চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন (৬৫) এবং তার ছেলের বউ টুম্পা গাইন (৩৬)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, চপলা গাইন প্রথমে ধান ক্ষেতের আল থেকে সবজি তুলতে গিয়ে বিদ্যুতায়িত হন। চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে যান পুত্রবধূ টুম্পা গাইন। তখন টুম্পাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

ওসি আব্দুল হক বলেন, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন, বউ-শাশুড়ি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।