চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে গুলিতে একজন নিহতের খবর

এ ঘটনার খবর শুনেছেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2022, 06:34 PM
Updated : 19 Dec 2022, 06:34 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ রশিয়া সীমান্তের ওপারে ‘বিএসএফের’ গুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে। 

রোববার রাতে এ ঘটনা ঘটার খবর শোনার কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন। 

শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল গাফুর ঝাটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি শুনেছেন যে শামীম রেজা নামে একজন বিএসএফের গুলিতে মারা গেছেন; আর শরিফুল ইসলাম নামের আরেকজন আহত হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন। 

মো. শামীম রেজা (২৫) দুলর্ভপুর ইউনিয়নের সড়াপাড়া গ্রামের বাইরুল ইসলামের ছেলে এবং শরিফুল ইসলাম (৩৩) পাঁকা ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের প্রয়াত সোহবুল হকের ছেলে। 

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন বলেন, “সীমান্তে মারা যাওয়ার কোনো কনফার্ম নিউজ পাইনি। লোকমুখে শুনেছি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাইনি। এ বিষয়ে বিএসএফও আমাদের কিছু জানায়নি।” 

স্থানীয়রা জানান, রোববার রাতে শামীমসহ কয়েকজন বিশ রশিয়া সীমান্ত অতিক্রম করে ভারত ভূখণ্ডে ঢুকলে বিএসএফ গুলি চালায়। এতে শামীম ঘটনাস্থলেই মারা যান এবং শরিফুল আহত হন। শরিফুল অন্যদের সহায়তায় পালিয়ে আসেন এবং গোপনে চিকিৎসা নিচ্ছেন।