ঝিনাইদহ সদর উপজেলায় ক্ষেত থেকে বেগুন চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষেতের মালিককে আটক করা হয়েছে।
গত শুক্রবার রাতে রামনগর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান।
নিহত আসলাম হোসেন (৪৩) পাবনা জেলার চাটমহর উপজেলার বহরমপুর গ্রামে বাসিন্দা।
মীর আবিদুর জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রামনগর গ্রামে গোলাম মোস্তফার কলাক্ষেতে একজনের লাশ পড়ে থাকার খবর আসে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে; লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ক্ষেত থেকে বেগুন চুরির সন্দেহে আসলামকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাবল, একটি মোবাইল ফোন ও রক্তমাখা কাপড় উদ্ধার করে। এ ঘটনায় গোলাম মোস্তফা নামে বেগুন ক্ষেতের মালিককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, আসলাম হোসেন দিনমজুর ছিলেন। তিনি গত মঙ্গলবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।