মানিকগঞ্জে হেরোইনসহ ৪ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানায় ডিবি।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2023, 09:04 AM
Updated : 15 May 2023, 09:04 AM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পৃথক স্থান থেকে হেরোইন ও চোলাই মদসহ চার যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার রাতে উপজেলার চর সিংগাইর ও পূর্ব ভাকুমে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মানিকগঞ্জ জেলা ডিবির পরিদর্শক আবুল কালাম জানান।

সোমবার সকালে আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চর সিংগাইর উত্তর আঙ্গারিয়া থেকে রফিকের ছেলে মো. মামুন (২৬), রাহেজ উদ্দীনের ছেলে আব্দুল হালিম (২৬) ও বাদশা মিয়ার ছেলে সেলিম মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

এ ছাড়া পূর্ব ভাকুম এলাকায় অভিযান চালিয়ে ৯ লিটার দেশি চোলাই মদসহ সজ্জব আলীর ছেলে মো. জমির উদ্দিন ওরফে জমিদারকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।

পরিদর্শক আবুল কালাম আরও জানান, এ ঘটনায় সিংগাইর থানায় দুটি মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আদালতেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।