শান্তিপূর্ণ সুরাহা না হলে কুষ্টিয়া থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করার হুমকি পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের।
Published : 08 Apr 2023, 12:53 PM
কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাস মালিক-শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব না মেটায় কুষ্টিয়ার যাত্রীদের সীমাহীন ভোগান্তি গড়িয়েছে দ্বিতীয় দিনে।
বাস মালিক শ্রমিকদের চলমান বাস ধর্মঘটের জেরে কুষ্টিয়া থেকে শনিবার সকালেও খুলনা ও ফরিদপুর রুটে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। ফলে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মজমপুর বাস ডিপো এলাকায় দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের।
বাস টার্মিনালে সপরিবারে অপেক্ষা করা সাহিদা খাতুন জানান, স্বজনদের সঙ্গে ঈদ পালনে গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালিয়া যাওয়ার জন্য তিনি শনিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন।
কিন্তু সকাল সাড়ে ১০টা পর্যন্তও কোনো পরিবহন না পেয়ে আবার ফিরে যাচ্ছেন কুষ্টিয়া শহরের হরিশংকরপুরের বাসায়।
আক্ষেপ জানিয়ে তিনি বলেন, “যেখানেই যা কিছু সমস্যার সৃষ্টি হোক না কেনো পরিশেষে তার ভোগান্তি এসে ভর করে সাধারণ জনগণের ঘাড়ে। দুই দিন ধরে বাস বন্ধ, এতে বাসের শ্রমিক বা প্রশাসনের কিছু মনে না হলেও ভোগান্তিটা আমরাই পোহাচ্ছি।”
কুষ্টিয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুল আলম জানান, “আমরা এখনও আমাদের দাবিতে অনড় আছি। আমরা এই সমস্যার একটা টেকসই সমাধান চাই।
“গতকালই (শুক্রবার) আমরা বলেছি, কুষ্টিয়া বাস মিনিবাস মালিক শ্রমিকদের যৌথ সিদ্ধান্তেই কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুরগামী পরিবহন বন্ধ থাকছে।
“তবে এখনও পর্যন্ত এই সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উল্লেখযোগ্য সাড়া বা আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।
তিনি আরও বলেন, “আগামীকালের (রোববারের) মধ্যে এর কোনো শান্তিপূর্ণ সুরাহা না হলে কুষ্টিয়া থেকে সব রুটে চলাচলকারী পরিবহণ শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবে বলে সিদ্ধান্ত হয়েছে।”
শুক্রবার কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন বলেছিলেন, “ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টির সুরাহা করতে বৃহস্পতিবার আমরা ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনায় বসেছিলাম।
“এ সময় ঝিনাইদহের শ্রমিকরা আমাদের শ্রমিকদের উপর হামলা ও মারধর করে। তারই প্রতিবাদে বাস শ্রমিক-মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।”
তবে কালীগঞ্জে কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধরের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ঝিনাইদহ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন।
এ বিষয়ে মোবাইল ফোনে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, “আমরা ইতোমধ্যে ঝিনাইদহ ও ফরিদপুর জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করছি, আশা করছি একটা সুরাহা বের হবে।”
আরও পড়ুন