চাঁপাইনবাবগঞ্জে কোচিং সেন্টারের পিকনিক বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

আহত শিক্ষার্থীদের মধ্যে দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2023, 09:24 AM
Updated : 4 March 2023, 09:24 AM

পিকনিকে যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বাস উল্টে একটি কোচিং সেন্টারের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার আমনুরা-নাচোল সড়কের পাওয়েল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন।

ওসি বলেন, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার জিনিয়াস কোচিং সেন্টার থেকে ৭৫ জন শিক্ষার্থী বাসে করে পিকনিকে নাচোল উপজেলার স্বপ্নপল্লী যাচ্ছিলেন। পথে পাওয়েল এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে বাসটি উল্টে যায়।

এতে বাসে থাকা ২০ জন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

“তাদের মধ্যে গুরুতর আহত দুই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পিকনিকের বাসটি পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান ওসি সাজ্জাদ হোসেন।