সোলায়মান বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
Published : 27 Jan 2023, 10:26 AM
বরিশাল নগরী থেকে চেক প্রতারণার মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদে নগরীর নিউ সার্কুলার রোডের সাজেদা নিবাস থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি জানান। শুক্রবার তাকে আদালতে তোলা হবে।
গ্রেপ্তার বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মো. ছালাম হাওলাদারের ছেলে সোলায়মান হাওলাদার বাপ্পী ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে গত বছরের ৩১ জুলাই ওই পদ থেকে অব্যাহতি দেয় মহানগর আওয়ামী লীগ।
পরিদর্শক বিপ্লব কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোলায়মান হাওলাদারের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গোপন সংবাদে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি মডেল থানার এসআই শহিদুল ইসলাম জানান, ২০১৯ সালে ৬০ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগের একটি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন তিনি। অপর দুটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।