কন্যা শিশু দিবসের ব্যানারে নিজের ছবি, মহিলা কর্মকর্তাকে শোকজ

ব্যক্তিগত ছবি ব্যবহারের কথা স্বীকার করে মহিলা কর্মকর্তা বলেন, বিধি মোতাবেক শোকজের জবাব দেওয়া হবে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2022, 02:21 PM
Updated : 3 Nov 2022, 02:21 PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় কন্যা শিশু দিবসের ব্যানারে নিজের ও স্বজনদের ছবি ব্যবহার করায় এক মহিলা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার মহিলা অধিদপ্তর থেকে নোটিশ পেয়েছেন বলে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা পারভিন।

গত ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবসের ব্যানারে নিজের ও স্বজনদের ছবি ব্যবহার করার অভিযোগ ওঠে সেলিনা পারভিনের বিরুদ্ধে । ওই ব্যানার টানিয়ে উপজেলা হল রুমে সভাও করেন তিনি।

অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা ছিল না।তারপরও দিবসটির অনুষ্ঠানের ব্যানারে সেলিনা পারভিন নিজের ছবিসহ তার স্বজনদের ছবি প্রদর্শন করেছেন; যা সরকারি কর্মচারী আচরণ বিধি ১৯৭৯-এর পরিপন্থী।

ব্যানারে ব্যক্তিগত ছবি ব্যবহারের কথা স্বীকার করে সেলিনা পারভিন বলেন, “বিধি মোতাবেক শোকজের জবাব দেওয়া হবে।”