মঙ্গলবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন মন্ত্রী।
Published : 27 Feb 2024, 09:03 PM
দেশের আকাশসীমা নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
মঙ্গলবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “বাংলাদেশের আকাশসীমা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। এজন্য ঢাকা ও চট্টগ্রামে নতুন রেডার বসানো হয়েছে। এর সাথে আনুষঙ্গিক কিছু জিনিস স্থাপন বাকি রয়েছে।”
এই সফরে ওসমানী বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি টার্মিনাল ভবনের সুযোগ-সুবিধা, রানওয়ে ও নির্মিতব্য টার্মিনাল ভবনের জায়গা, কন্ট্রোল টাওয়ার, প্রশাসনিক ভবন, কার্গো ভবনসহ চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন ফারুক খান।
এ সময় তিনি গুণমান ঠিক রেখে কাজের গতি বাড়িয়ে ২০২৫ সালের ডিসেম্বরের নির্ধারিত সময়ের মধ্যেই উন্নয়ন কাজ শেষ করার তাগিদ দেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫১ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে রানওয়ের উন্নয়ন কাজ হয়েছে। আরও ২ হাজার ৩০৯ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। এসব কাজ শেষ হলে এ বিমানবন্দরে যাত্রীরা আন্তর্জাতিক মানের সেবা পাবেন বলে সরকার বলে আসছে।
বিমানবন্দর পরিদর্শন শেষে মন্ত্রী সিলেটে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন মোটেল পরিদর্শন করেন। পরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে হযরত শাহজালালের (র:) মাজার জিয়ারত করেন। এছাড়া দেশ ফাউণ্ডেশন-ইউকে এবং সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত একটি সেমিনারেও তিনি যোগ দেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, প্রকল্প পরিচালক মো. আনিসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।