চিংড়িগুলো কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
Published : 11 Jun 2023, 09:40 PM
চাঁদপুরের হরিনা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস থেকে আড়াই হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম রোববার দুপুরে জানান, গোপন সংবাদে শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। ভোরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চিংড়িগুলো পাওয়া যায়।
“পরে দুপুরে সেগুলো কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।”
অভিযানে কোস্ট গার্ড কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ টহল সদস্যরা ছিলেন বলে জানান জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম।