নারায়ণগঞ্জের সদর উপজেলায় অবরোধ সমর্থনের মিছিলে ধাওয়া দিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আটক করে পুলিশে দিয়েছে ‘ছাত্রলীগ’।
বৃহস্পতিবার সকালে উপজেলার চৌধুরীবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাগিনা জোহা সড়কে অবরোধ সমর্থনে মিছিল বের করে জামায়াতের নেতা-কর্মীরা। এই সময় সড়কে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয় এবং সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকা থেকে ১২ জনকে আটক করে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক উপসম্পাদক তামিম ইসলাম বলেন, “সকালে আমরা অবরোধবিরোধী অবস্থানে ছিলাম। এমন সময় জামায়াতের মিছিল দেখে তাদের ধাওয়া দিয়ে ১২ জনকে আটক করি। পরে পুলিশে খবর দিলে তারা এসে জামায়াতের নেতাকর্মীদের গাড়িতে তুলে নিয়ে যায়।”
এ বিষয়ে পুলিশ পরিদর্শক হাবিবুর বলেন, “ছাত্রলীগ নাকি যুবলীগ বলতে পারছি না। তবে স্থানীয়দের সহযোগিতায় আমরা চৌধুরীবাড়ি এলাকা থেকে ১২ জনকে আটক করেছি।
“এ ছাড়া আইইটি স্কুলে মোড় থেকে জামায়াতের আরও চারজনকে আটক করা হয়েছে। তারা সড়ক অবরোধের চেষ্টা করছিলেন।’
যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।