জাহাজে থাকা ১১ কর্মীর সবাই সাঁতরে তীরে উঠতে পেরেছেন।
Published : 16 Oct 2023, 01:56 AM
আটশ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার নিয়ে মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে গেছে একটি কার্গো জাহাজ।
রোববার প্রচণ্ড স্রোতের টানে নোঙ্গর ছিঁড়ে এমভি আনমনা-০২ নামের জাহাজটি নদীর চরে ঠেকে ডুবে যায়। পরে জাহাজে থাকা ১১ কর্মীর সবাই সাঁতরে তীরে ওঠেন।
ডুবে যাওয়া জাহাজের মাস্টার মো. এনায়েত ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মো. মাঈনুল ইসলাম মিন্টু সাংবাদিকদের জানান, ৮০০ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার ছিল তার জাহাজে।
মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে ক্লিংকার বোঝাই করে দুপুরে পশুর নদীর পশ্চিম পাড়ে বাণীশান্তা এলাকায় নোঙ্গর করে এমভি আনমনা-০২।
কিন্তু প্রবল স্রোতের টানে নোঙ্গর ছিঁড়ে গেলে রাত ৮টার দিকে জাহাজটি নদীর পূর্ব পাড়ের চরকানা এলাকায় চরে ঠেকে যায় এবং সেখানে ডুবে যায়। জাহাজে থাকা কর্মীরা তখন সাঁতরে তীরে ওঠেন।
জাহাজটি পশুর নদীর জাহাজ চলাচলের মূল চ্যানেলের বাইরে ডোবায় নৌযান চলাচলে ব্যাঘাত ঘটছে না বলে জানান মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার।
তিনি বলেন, কার্গো জাহাজটি ক্লিংকার নিয়ে খুলনার লবণচরা এলাকার সুন শিন কোম্পানির সিমেন্ট কারখানায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।