সাভারে নৌকাডুবিতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সাত বন্ধু সাভারের আবাসিক প্রকল্প জাহাঙ্গীরনগর সোসাইটি সংলগ্ন বিলে একটি ছোট নৌকায় করে ঘুরতে যান। এক পর্যায়ে নৌকা ডুবে হৃদয় মাহমুদ নিখোঁজ হন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2022, 07:47 PM
Updated : 7 August 2022, 07:47 PM

ঢাকার সাভারে নৌকাডুবির প্রায় ১৩ ঘণ্টা পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার বেলা ১১টার দিকে সাভারের আবাসিক প্রকল্প জাহাঙ্গীরনগর সোসাইটি সংলগ্ন বিল তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় মাহমুদ (২২) সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লার আলমাস আলীর ছেলে। তিনি সাভার সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

শনিবার রাত ১০টার দিকে সাত বন্ধু ওই বিলে একটি ছোট নৌকায় করে ঘুরতে যান। এক পর্যায়ে নৌকা ডুবে হৃদয় মাহমুদ নিখোঁজ হন।

স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ডুবুরি দলের প্রধান আবু বকর সিদ্দিক বলেন, শনিবার রাত ১০টার দিকে হৃদয়, শামীম ও নাইমসহ সাত বন্ধু জাহাঙ্গীরনগর আবাসিক সোসাইটি সংলগ্ন বিলে ছোট একটি নৌকা নিয়ে ঘুরতে যান।

“হইহুল্লোরের এক পর্যায়ে নৌকাটি ডুবে গেলে অন্যরা সাঁতরে কূলে ওঠেন; কিন্তু হৃদয় নিখোঁজ হন।”

আবু বকর সিদ্দিক বলেন, কূলে উঠে আসা ছয় জনের মধ্যে দুইজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে চারজনকে হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এছাড়া নাইম (২৪) ও শামীম (২৬) নামের দুই জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার এসআই হারুন অর রশিদ বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।