চুয়াডাঙ্গা সীমান্তে সেগুন বাগানে ক্ষতবিক্ষত মরদেহ

পুলিশের ধারণা, কোনো হিংস্র প্রাণীর কামড়ে তার নাক, কান ও বুকের ক্ষতগুলো হতে পারে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2023, 12:07 PM
Updated : 15 May 2023, 12:07 PM

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সীমান্তবর্তী এলাকার একটি সেগুন বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে হরিহরনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা।

নিহত পান্না ভাংগি (৩০) সীমান্ত ইউনিয়নের ভাংগিপাড়ার আতিয়ার ভাংগির ছেলে।

ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, স্থানীয়রা সেগুন বাগানে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, “রোববার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

“তবে তার নাক, কান ও বুকের ক্ষতগুলো কোনো হিংস্র প্রাণীর কামড়ে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লা আল মামুন বলেন, “পান্নার বিরুদ্ধে চোরাচালান কাজে জড়িত থাকার কথা শুনেছি। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।”