সুনামগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

মণ্ডলীভোগ লাল মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাও ঘটে।

সুনামগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2023, 04:17 AM
Updated : 29 March 2023, 04:17 AM

সুনামগঞ্জের ছাতকে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ৯টায় ছাতক থানা সংলগ্ন গণেশপুর খেয়াঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ওসি খাঁন মোহাম্মদ মাইনুল জাকির।

নিহত লায়েক মিয়া (৪০) ছাতক পৌর শহরের মণ্ডলীভোগ এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি একাধিকবার ৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ওসি জাকির জানান, মণ্ডলীভোগ লাল মসজিদ পরিচালনা কমিটি নিয়ে লায়েক মিয়া ও স্থানীয় এরশাদ আলীর পক্ষের লোকদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাও ঘটে।

“এই বিরোধের জেরে মঙ্গলবার রাত ৯টায় খেয়াঘাটে লায়েক মিয়াকে ছুরিকাঘাত করে এরশাদ আলীর পক্ষের শিবলু আহমদ ও তার সহযোগীরা। ”

স্থানীয়রা লায়েককে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই রাত ১১টার দিকে লায়েক মিয়ার মৃত্যু হয়।

ওসি আরও জানান, লায়েকের উপর হামলার খবর শুনে তার আত্মীয়-স্বজনরাও প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়। এ সময় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

“এ ঘটনায় ছাতক বাজার থেকে দুই জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি জাকির।