Published : 19 Apr 2024, 11:06 PM
বরিশালে দলবেঁধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় এক আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর থেকে সাকিব ভুইয়াকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
২৫ বছর বয়সী সাকিব নগরীর সাগরদী আমির খান সড়কের শুক্কুর ভুইয়ার ছেলে।
র্যাব কর্মকর্তা জাহাঙ্গীর জানান, গত ১২ ফেব্রুয়ারি নগরীর কলেজ এভিনিউ এলাকার একটি ভাড়া বাসা থেকে জাহান টুম্পা (২১) নামের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৪ মার্চ তার মা কলি বেগম বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন।
আদালতের নির্দেশে পরে আবেদনটিকে মামলা হিসেবে গ্রহণ করে কোতয়ালী মডেল থানা পুলিশ, যাতে চারজনকে আসামি করা হয়।
এজাহার অনুযায়ী, বরিশাল নগরীর পলাশপুরে একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কাজ করতেন বিবাহ বিচ্ছেদ হওয়া টুম্পা। তার ছয় বছরের একটি সন্তান আছে।
চাকরির সুবাদে রিয়াজ সিকদার নামের এক তরুণের সঙ্গে পরিচয় হয় টুম্পার। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে টুম্পাকে নিয়ে রিয়াজ কলেজ এভিনিউ এলাকার একটি বাসায় থাকতে শুরু করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি ওই বাসায় তিন বন্ধুকে নিয়ে আসেন রিয়াজ। তখন সন্তানকে পাশের বাসায় রেখে আসেন টুম্পা। এরপর তিনি বিয়ের জন্য রিয়াজকে চাপ দেন।
তখন তিন বন্ধুকে নিয়ে টুম্পার ওপর রিয়াজ নির্যাতন চালায় উল্লেখ করে মামলায় বলা হয়েছে, অপমান সহ্য করতে না পেরে ওই নারী আত্মহত্যা করেন।
র্যাব কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “মামলার পর আসামিরা আত্মগোপনে যায়। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি সাকিবের অবস্থা শনাক্ত করা হয়। বৃহস্পতিবার র্যাব-১ এর সহায়তায় গাজীপুরের লক্ষীপুরা বাজার এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়।”
সাকিবকে শুক্রবার কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।