২০১৩ সালের ৬ মার্চ শহরের পরিবার পরিকল্পনা অফিসের পাশে একটি ছাত্রাবাসে আছাদকে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।
Published : 14 Nov 2023, 05:10 PM
ফরিদপুর সদরে এক যুবককে কুপিয়ে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শিহাবুল ইসলাম পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. সানোয়ার হোসেন জানান।
যাবজ্জীবন দণ্ড পাওয়ারা হলেন- মো. বাবুল মিয়া, মো. সাদ্দাম শেখ, মো. সুরুজ সরদার, মো. নিশান, মো. রনি, চাঁন মিয়া সরদার ও মো. রানা। এর মধ্যে চাঁন মিয়া ও রানা পলাতক রয়েছেন। দণ্ড পাওয়ারা সদর উপজেলার বাসিন্দা।
নিহত আছাদ (২৮) জেলা শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা ছিলেন।
মামলার বরাতে পিপি সানোয়ার জানান, স্থানীয় কয়েক যুবককে মাদক বিক্রিতে বাধা দেন আছাদ। এ নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ০৬ মার্চ শহরের পরিবার পরিকল্পনা অফিসের পাশে একটি ছাত্রাবাসে আছাদকে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছাদ মারা যান বলে জানান তিনি। ঘটনায় পাঁচ দিন পর আছাদের ভাই আশরাফুল আলম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার তৎকালীন এসআই অখিল কুমার বিশ্বাস সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও তিন মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি সানোয়ার।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]