শিশুটির শরীরের বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানায় পুলিশ।
Published : 21 Jan 2024, 03:32 PM
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক স্কুল ছাত্রীকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ তুলেছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান।
মৃত ৯ বছর বয়সী নন্দিনী বিশ্বাস ওই এলাকার বিজন বিশ্বাসের মেয়ে এবং ভাবড়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
শিশুটির বাবা বিজন বিশ্বাস বলেন, তিনি ও তার স্ত্রী সকালে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। ছেলেও স্কুলে চলে যাওয়ায় মেয়ে একাই ছিল। পরে বাড়ির পাশে মেয়ে পড়ে রয়েছে খবর পেয়ে তিনি গিয়ে তাকে উদ্বার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেয়ের গলায় তখন স্বর্ণের চেইনটি ছিল না জানিয়ে বিজন আরও বলেন, ওই চেইন ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন।
ওসি আশরাফুল বলেন, “শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে; প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”
তবে এ ঘটনায় মেয়েটির পরিবারের কেউ এখনও কোনো অভিযোগ দায়ের করেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।