বিজিবি জানায়, জব্দ করা সোনার ওজন এক কেজি ৫৫৬ গ্রাম; আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।
খুলনা নগরী থেকে সোনার বারসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে লবণচরা থানার ওসি এনামুল হক জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার বাসিন্দা ইমন ও আবুল হোসেন।
ওসি বলেন, দুপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে তারা ঢাকা থেকে খুলনায় আসেন। পরে সাতক্ষীরা যাওয়ার জন্য তারা বাসের অপেক্ষায় ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তল্লাশি করে।
তখন তাদের জুতার ভেতর থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন প্রায় এক কেজি ৭৫০ গ্রাম।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা পাচারের উদ্দেশ্যে স্বর্ণ ভারতে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।